পাশ্ববর্তী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত হচ্ছে। এ সংঘাতের কারণে বাংলাদেশে বোমা পড়েছে। এ বিষয়ে মিয়ানমার জানিয়েছে, এ বোমা হঠাৎ করে চলে এসেছে। এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তারা বাংলাদেশকে উসকানি দিচ্ছে না। সম্প্রতি বাংলাদেশ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গোলার বিষয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে রোববার (৪ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। আর এ উদ্বেগের কথা দেশটিকে জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে আজকে (রোববার) তলব করা হয়েছিল। তাকে বিষয়টি জানানো হয়েছে, একই সঙ্গে প্রতিবাদ জানানো হয়েছে।
‘আমরা আমাদের অবস্থান শক্ত করেছি। আমাদের ভয় হলো— অত্যাচারিত লোকগুলো আবারও যদি আমাদের দেশে ঢোকার চেষ্টা করে। আমাদের বর্ডার গার্ড এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দিয়েছি, যাতে কেউ এখানে না আসতে পারে।’- বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
এমকে