বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র অপারেটর জিএসই’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে মোট একশ’ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে ১১ সেপ্টেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত।
যারা আবেদন করতে পারবেন:
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে। যানবাহন চালনায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এ ঠিকানায় ভিজিট করে (http://bbal.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।