অনন্ত-বর্ষার নতুন সিনেমা

০৫ সেপ্টেম্বর ২০২২

আবারো নতুন একটি সিনেমা তৈরি করতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা। সিনেমার নাম ‘কিল হিম’। এবার প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা বানাতে যাচ্ছে তারা। ‘সুনান মুভিজ’- এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল। ৩ সেপ্টেম্বর এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে।

 

এ ছবির নায়ক হিসেবে অনন্ত জলিল পাবেন ৪০ লাখ টাকা। আর নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। তার হাতে আনুষ্ঠানিকভাবে পারিশ্রমিকের চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড কোনো নায়কের নেই এ তথ্য নিশ্চিত করলেন পরিচালক ইকবাল। ‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে। মহরত উপলক্ষে এ আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই।

 


মন্তব্য
জেলার খবর