অর্থ বিভাগের ভর্তুকির ওপর গ্যাসের দাম নির্ভর করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, এখনও বড় ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গ্যাসের দাম বাড়বে কিনা তা বিইআরসি জানে। তারা শুনানি করছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তিনি।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, সারা বিশ্বে তেলের যে অবস্থা, দামের ঊর্ধ্বগতি, এলএনজির দাম বাড়ছে। জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে এ অবস্থায় সামনে এগিয়ে যাওয়া দুরূহ চিন্তার বিষয়। তারপরও আশা করা হচ্ছে সামলানো যাবে।
প্রতিমন্ত্রী বলেন, দাম সহনীয় পর্যায়ে রাখতে চাই আমরা। দামের বিষয়টি নির্ভর করছে বিইআরসির ওপর। এখন বিদ্যুতে সরকার কতটুকু বিনিয়োগ করবে, সেটা সরকারের বিষয়। আমরা চাই স্থিতিশীল রাখতে, যদি আমাদের প্রস্তাব সবটুকু নেয়, তাহলে কথা নেই।
এমকে