মন্তব্য
চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে পাবনার চাটমোহরে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ভাদুনগরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ হাজার ১৭৭ জন বাসিন্দার প্রত্যেকে ৩০ কেজি হারে চাল কিনতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, এ কার্যক্রমের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আজিজল হক প্রমুখ। প্রসঙ্গত, খাদ্যসহ নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দরিদ্র মানুষের কথা বিবেচনায় নিয়ে সরকার সারা দেশে এ কর্মসূচি চালু করেছে।
এমকে