কোনো দলকে ধরে-বেঁধে নির্বাচনে আনবে না ইসি

০৫ সেপ্টেম্বর ২০২২

দেশের কোনো রাজনৈতিক দলকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ধরে-বেঁধে আনবে না ইসি। তাদের রাজনৈতিক কৌশলে হস্তক্ষেপ করার এখতিয়ার ইসির নেই। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্নের জবাবে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি।

সিইসি বলেন, বিএনপি দেশের অন্যতম রাজনৈতিক প্রধান দল। তারা যেটা চাচ্ছে সে ব্যাপারে ইসির কোনও রকম বাধা নেই। তিনি জানান, বর্তমান কমিশন সক্রিয় অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কারণ সক্রিয় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে ভারসাম্য সৃষ্টি হয়। রাজনৈতিকদলগুলো সারা বিশ্বে এ ভারসাম্য সৃষ্টি করে। তাই রাজনৈতিক সব দলের প্রতি আন্তরিকভাবে উদাত্ত আহ্বান থাকবে- সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখেন ও সহায়তা করেন।  বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটা অধিক অংশগ্রহণমূলক হবে বলেও মন্তব্য করেন সিইসি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর