মোল্লা আইসক্রিমকে জরিমানা, ব্যবস্থাপকের কারাদণ্ড

০৫ সেপ্টেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

বিভিন্ন ব্যাণ্ডের নামসহ মোড়ক ও লোগো নকল করে আইসক্রিম বাজারজাত করার দায়ে ভোলার লালমোহনে মোল্লা আইসক্রিমকে ৬০ হাজার টাকা জরিমানা  ও আইক্রিম কারখানার ব্যবস্থাপক মো. মনিরকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া নির্ধারিত পরিমাপের চেয়ে কম মবিল দেওয়ায় স্থানীয় বশার স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ দিকে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা এ আদেশ দেন। মোল্লা আইসক্রিম কারখানাটি উপজেলা সওদাগর রোড চৌমুহনী এলাকায় অবস্থিত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারি পরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। তিনি বলেন, মোল্লা আইসক্রিম কারখানায় প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন ব্যাণ্ডের মোড়ক, নাম, লোগো নকল করে আইসক্রিম বাজারজাতকরণ করা হয়, আইক্রিমে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন রঙ, কেমিক্যাল ও ফ্লেভার ব্যবহার করা হয়- এমন অভিযোগ ছিল। অভিযান চলাকালে তাদের এ অপকর্ম হাতেনাতে ধরা পড়ে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর