রাজধানী ঢাকায় পরিবেশ রক্ষা ও যানজট কমাতে শিক্ষার্থী পরিবহনে নিজস্ব বাস সার্ভিস চালু করতে স্কুল কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। স্কুলবাস চালু হলে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি। সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ’স রোড টু নেট-জিরো (কার্বন নিউট্রালিটি)- রোল অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স শীর্ষক আলোচনা সভায় এ আহবান জানান। রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে এ সভা হয়।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের স্কুলগুলোতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে শত শত গাড়ি। একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়। তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছি। তারা এ বিষয়ে একমত পোষণ করেছেন। মেয়র জানান, শিক্ষার্থীরা সবাই মিলে স্কুলবাসে যাওয়া-আসা করলে আনন্দ পাবে। তাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। স্কুলবাসগুলোতে সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান আতিক।
এমকে