তালগাছের চারা রোপনের শর্তে ১৩ আসামির জামিন

০৫ সেপ্টেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

রাস্তার পাশে তালগাছের চারা রোপন ও সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকার শর্তে মামলার ১৩ আসামিকে জামিন দিয়েছেন ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত। একই সঙ্গে সংশোধন হতে তাদেরকে ১ বছর প্রফেশনাল অফিসারের তত্ত্বাবধানে থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে এ আদেশ দেন।  

সমাজকল্যাণ বিভাগের প্রফেশনাল অফিসার আব্দুল মজিদ শাহ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী এক মাসের মধ্যে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা সড়কের পাশে এ আসামিরা ১০টি করে তাল গাছ লাগাবেন। তিনি আরও বলেন, আসামিরা কেউ মাদকাসক্ত ছিল, কেউ মাদক পরিবহন করতে গিয়ে আটক হয়েছিল। আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শংকর গাঙগুলি ও অ্যাডভোকেট মেজবাউল আলম।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর