মুক্তির অপেক্ষায় সালমানের নতুন ছবি

০৬ সেপ্টেম্বর ২০২২

নতুন ছবি আসতে যাচ্ছে বলিউড সুপার স্টার সালমান খানের। নতুন ঝবির নাম ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবিটি নজেই প্রযোজনা করেছেন তিনি। ছবিটির নতুন লুক প্রকাশিত হয়েছে ইতোমধ্যেই।

 

লাদাখের ঊষর উপত্যকা দিয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছেন সালমান খান। দু’পাশে লাল পাহাড়। ধুলো উড়িয়ে এসে থামলেন নায়ক। সানগ্লাস খুলে লম্বা চুল উড়িয়ে দাঁড়ালেন। সোমবার নতুন ছবির এমনই লুকে প্রকাশ্যে এলেন এ নায়ক।

 

তাঁর ৩৪ বছরের অভিনয় জীবনে বিশেষ অবদান রাখবে ‘কিসি কা ভাই কিসি কি জান’, এমনই জানিয়েছেন তিনি। পোস্টার ও লোগো প্রকাশিত হলো একই দিনে। ফারহাদ সমজি পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করেছেন, পূজা হেগড়ে, শেহনাজ গিল ও ভেঙ্কটেশ।


মন্তব্য
জেলার খবর