মন্তব্য
ছোট পর্দায় পরিচিত মুখ পারসা ইভানা। অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেলেও মূলত নৃত্য শিল্পী তিনি। নাচ দিয়েই তার ক্যারিয়ার শুরু হয়। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়ে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হন তিনি।
এবার পোল্যান্ডে একটি নাচের অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হয়েছেন ইভানা। ১৩ সেপ্টেম্বর তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। ইভানা জানালেন, পোল্যান্ড দূতাবাসের আয়োজনে ‘১২তম কালচারাল ফোক ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা পারফর্ম করবেন।