মন্তব্য
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মাসুম পারভেজ রুবেল। অসাধারণ অভিনয় নৈপূণ্য দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ৯০’র দশকের অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এ নায়ক।
এবার অ্যাকশন ভিত্তিক ‘কিল হিম’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটির প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে তাকে। তাকে এ ছবিটিতে দেখা যাবে চমক জাগানিয়া একটি চরিত্রে। ৩ সেপ্টেম্বর রাতে এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে এ তথ্য নিশ্চিত করলেন পরিচালক ইকবাল।