বৃষ্টি বাড়তে পারে

০৬ সেপ্টেম্বর ২০২২

দু’দিন ধরে প্রায় সারা দেশে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরও বাড়তে পারে। কারণ, আগামী দুই-তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়  হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি; আর দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ  বৃষ্টি হয়েছে সিলেটে,  ১৩৩ মিলিমিটার। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে চুয়াডাঙায়, ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো কিশোরগঞ্জে,  ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর