কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি

০৬ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কবরস্থান থেকে ৭ টি কঙ্কাল চুরি হয়েছে। সাতখামার ঝলঝলি কবরস্থানের এ ঘটনা মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে  জানাজানি হয়। বিষয়টি জানতে পেরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী কবরস্থানটিতে ভিড় জমায়। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলেছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  এদিন সকালে বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করতে দেখে এগিয়ে যান স্থানীয় বাসিন্দা সামসুর হক। তিনি বেশ কয়েকটি কবরের মাটি ও বাশঁ অন্যত্র দেখতে পান। মূহুর্তের মধ্যে এ খবর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, ১০টি কবর খোড়া পেয়েছি। এর মধ্যে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে- যে কবরের বয়স এক থেকে দেড় বছরের মধ্যে। ঘটনাস্থলেই ট্রাউজার, প্যান্ট, টিশার্ট পাওয়া গেছে।

মো. সম্রাট হোসাইন/এমকে

 


মন্তব্য
জেলার খবর