মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত একজন মারা গেছেন, শনাক্ত হয়েছে ৩১৩ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৭ জন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার শনাক্ত হয়েছিল ৩৩৩ জন, এদিনে কোনো করোনা রোগী মারা যায়নি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭১।৪ হাজার ৬০৬টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬২টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৯ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ১৪৭টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৩।
এমকে