তিস্তা চুক্তিসহ সব অমীমাংসিত ইস্যুর সমাধান হবে: প্রধানমন্ত্রী

০৬ সেপ্টেম্বর ২০২২

গত এক দশকে বাংলাদেশ ও ভারত- উভয় দেশ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশ বন্ধুত্ব ও সহযোগিতার চেতনায় অনেক অমীমাংসিত ইস্যু সমাধান করেছে। আশা করছি, আসন্ন দিনগুলোতে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরসহ সব অমীমাংসিত ইস্যুর সমাধান হবে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের নয়া দিল্লিতে হায়দরাবাদ হাউজে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। চারদিনের সরকারি সফরে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিবেশী কূটনীতির রোল মডেল। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত।  তিনি বলেন, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে উভয় দেশের জনগণ উপকৃত হবেন।

বৈঠকে দুই দেশের মধ্যে কানেক্টিভিটি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পানিসম্পদ ব্যবস্থাপনা, নিরাপত্তা, সীমান্ত ও লাইন্স অব ক্রেডিটের মতো খাতগুলো নিয়ে  আলোচনা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং দুই দেশ ও অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতামূলক প্রচেষ্টা চালিয়ে যেতে এ দুই নেতা একমত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: বাসস

এমকে

 


মন্তব্য
জেলার খবর