মন্তব্য
খুলনার রামপালে নির্মিত দেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র হিসেবে বিবেচিত মৈত্রী বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেরশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে কেন্দ্রটি উদ্বোধন করেন। ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ ভার্চুয়ালি উদ্বোধন করেন তারা।
কয়লাভিত্তিক এ কেন্দ্রটি স্থাপন করছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। দেড় বিলিয়ন ডলারের এ প্রকল্পটি মূলত ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি যৌথ উদ্যোগ। প্রসঙ্গত, চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দিল্লিতে গেছেন। খবর- বাসস
এমকে