চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)- এর মোবাইল নাম্বার (ক্লোন করা) থেকে কল দিয়ে একই উপজেলার একাধিক ইউনিয়ন পরিষদের সচিবের কাছে টাকা চাওয়া হয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে ক্লোনিং করে দুস্কৃতিকারী কেউ এ টাকা চায়। বিষয়টি ইউএনওকে অবগত করার পরেই ক্লোন করার ঘটনাটি জানাজানি হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইউএনও। ঘটনাটি ঘটেছে শুক্রবার।
চাটমোহরের বর্তমান ইউএনও- এর নাম মো. সৈকত ইসলাম। ক্লোন করা হয় তার দাফতরিক মোবাইল নাম্বার।
জানা গেছে, গুনাইগাছা ও ছাইকোলা ইউনিয়ন পরিষদের সচিবের কাছে ফোন করা হয়, ফোনদাতা টাকা চাইলে সন্দেহ হয় সচিবদের। পরে ঘটনাটি ইউএনওকে জানানো হয়।
ইউএনও মো. সৈকত ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার তার মোবাইল নাম্বার ক্লোন করে ইউনিয়ন পরিষদের সচিবদের কাছে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি দ্রুত জানা সম্ভব হয়েছে। এ সময় ওই পরামর্শ দেন তিনি।
সাধারণত মোবাইলের একটি সিমের নাম্বার কপি করে নতুন সিম বানিয়ে ব্যবহার করাটাই হচ্ছে সিম ক্লোনিং ৷ দুষ্কৃতিকারীরা বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে এটা করে থাকে। এর মাধ্যমে একই নাম্বার দু’জন ব্যবহার করতে পারে। সিম ক্লোনিং হতে হলে অপরিচিত নাম্বার থেকে মিসড কল আসবে। সরাসরি রিং হলে সেটি রিসিভ করলে ক্লোনিংয়ের সুযোগ নেই। সিম ক্লোনিং হলে নাম্বারের আসল মালিকের মোবাইল ব্যালান্স থেকে কোনও কারন ছাড়াই টাকা কমে যায়, সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যায়। তাই অপরিচিত নাম্বার থেকে মিসড কল পাওয়া নাম্বারে কল ব্যাক করার বিষয়ে সতর্ক থাকতে হয়, সবচেয়ে ভালো কল ব্যাক না করা।
এমকে