বর্তমান সরকারকে পূনরায় একেবারে নতজানু অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্ধুদের ( বন্ধু রাষ্ট্র) সমর্থন ছাড়া তাদের টিকে থাকা কঠিন। সুতরাং তারা চাইবে নির্বাচনের আগে সেইটাকে যদি কোনো রকম আরও শক্তিশালী করা যায়। মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। রাজধানী ঢাকায় চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের ব্রিফ করেন। ভারতের পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যর্থনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ সব কথা বলেন। চারদিনের সরকারি সফরে সোমবার ভারতে গেছেন শেখ হাসিনা। পালাম বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অভ্যর্থনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ওরা যেভাবেই রিসিভ করুক, তারা যাবে। সেটা নিয়ে তাদের খুব একটা বড় রকমের সমস্যা থাকবে না। পররাষ্ট্র সরকারের বেশিরভাগ মন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট।
বন্ধু রাষ্ট্রের সমর্থন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি- গোটা গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাদের ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র কেড়ে নিয়েছে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে এখানে গণতন্ত্রকে, মানুষের অধিকারকে, বিরোধী পক্ষকে হত্যা করছে। সেই সরকারের সমর্থনে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র আসবে- এটা আমরা বিশ্বাস করি না।
এমকে