মন্তব্য
টানা নাটকের শুটিং শেষ করে এবার ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। রোববার তিনি ব্যাংকক পৌঁছেছেন। পৌঁছেই শুটিংয়ে অংশ নিয়েছেন একটি নাটকের। তবে এবার ব্যাংকক সফরের উদ্দেশ্য তার দুটি। একটি হচ্ছে শুটিং আরেকটি ঘুরাঘুরি। বলা চলে ব্যাংককে এক ঢিলে দুই পাখি মারবেন মাহি।
টানা এক মাস সেখানে থাকবেন বলে জানালেন তিনি মুঠোফোনে। মাহি বলেন, খুব ক্লান্ত লাগছে। কারণ সফর করে এসেই একটি নাটকের শুটিং করলাম। নাটকটি পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্নাহ ভাই। তবে বিস্তারিত বলা বারণ আছে। তাই এখনই বলছি না।
মাহি আরো বলেন, এ নাটকের বাইরে একটি সিরিয়ালেও কাজ করার কথা রয়েছে তার। তবে সেটা পাকাপাকি হলেই জানাবেন।