দাম বাড়লোর এলপি গ্যাসের

০৭ সেপ্টেম্বর ২০২২

দেশের বাজারে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে প্রতি কেজিতে এলপিজির দাম ১ টাকা ২৬ পয়সা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। একইভাবে বেড়েছে অটোগ্যাসের দাম। বুধবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক। নতুন দাম দুপুর ১টা থেকেই কার্যকর হয়েছে।

ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর মাসে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা ৮৮ পয়সা। সে হিসেবে বাসা বাড়িতে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৩৫ টাকা। আগস্ট মাসে এ দর ছিল ১ হাজার ২১৯ টাকা। সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৭ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের দর ছিল ৫৬ টাকা ৮৫ পয়সা। এ ছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত এলপিজির দামও কিছুটা বেড়েছে, প্রতি লিটারের দাম আগস্টে ছিল ০ দশমিক ২১৮৬ টাকা, সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ২২১৪ টাকা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর