ইউক্রেনে হামলা চালিয়ে ‘বড় ভুল’ করছেন পুতিন : ন্যাটো

২৫ মার্চ ২০২২

ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ভুল করছেন বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশের নেতাদের সম্মেলন শুরু হওয়ার আগে স্টলটেনবার্গ এ কথা বলেন।

 

তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়ে পুতিন অনেক বড় ভুল করছেন। পুতিন ইউক্রেনের মানুষ ও সেনাদের শক্তি ও সাহসিকতাকে অবমূল্যায়ন করেছেন।

 

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নেতারা দীর্ঘমেয়াদে এর প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর বিষয়গুলো বিবেচনা করবেন।


মন্তব্য
জেলার খবর