বিএনপিকে শত্রু নয়, প্রতিপক্ষ মনে করে আওয়ামী লীগ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গায়ে পড়ে কোনও হামলা করা যাবে না। তবে কেউ যদি গায়ে পড়ে হামলা করলে, সে ক্ষেত্রে জবাব দেওয়া হবে। বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)- এর ‘বিএসআরএফ সংলাপ’-এ এসব কথা বলেন।
আওয়ামী লীগ বিএনপিকে শক্র মনে না করলেও বিএনপি ঠিকই তার দলকে শত্রু ভাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা স্লোগান দেয়- পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এ স্লোগান কে দিয়েছে? এ মিছিলের নেতৃত্ব কে দিয়েছে? তাকে আমরা চিনি। তারপরও বিষয়টি সহ্য করে যাচ্ছি আমরা।
বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে কারও কোনও বক্তব্য, আপত্তিও নাই। কিন্তু আন্দোলন যদি নেতা-কর্মীদের, জনস্বার্থবিরোধী, ধ্বংসাত্মক হয়, আর আন্দোলনে সাম্প্রদায়িকতা থাকলে প্রতিরোধ করা হবে।
এমকে