মন্তব্য
কেটে গিয়েছে ৩৩ বছর। ২০২২-এও পুরনো হয়নি গান, ছবির গল্প, প্রেম— কোনও কিছুই। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি’। সেই ছবির মোহ থেকে আজও বেরিয়ে আসতে পারেননি দর্শকরা। সেই প্রেমের রেশ ধরেই ২০১৩-য় আসে ‘আশিকি ২’। আর এবার আসতে চলেছে ‘আশিকি’-র তৃতীয় পর্ব। এ ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান।
‘আশিকি ২’-এ দর্শক পেয়েছিল নতুন জুটি। আদিত্য রায় কপূর, শ্রদ্ধা কপূর। আর এ নতুন ছবির ঝলক আসার পর থেকেই বলি-পাড়ায় গুঞ্জন, এ ছবিতে জুটি বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ান এবং জেনিফার উইঙ্গেট। কিন্তু এ খবর সম্পূর্ণ রটনা, বলে দাবি পরিচালক অনুরাগ বসুর। পরিচালক জানিয়েছেন, এখনও পর্যন্ত নায়িকা কে হবেন তা চূড়ান্ত হয়নি।