ভিকিকে চিনতেন না ক্যাট

০৮ সেপ্টেম্বর ২০২২

‘কফি উইথ কর্ণ সিজন ৭’-এর নতুন পর্বে হাজির ক্যাটরিনা কইফ। আর সেখানেই কর্ণের প্রশ্নের মুখে স্বামী ভিকি কৌশলকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, কেমন ছিল তাদের প্রেমের শুরুটা।

 

‘কফি উইথ কর্ণ সিজন ৭’-এর দশম এপিসোডে ক্যাটরিনা ছাড়াও থাকছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর। তার একটি প্রোমো ক্লিপ ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন কর্ণ নিজেই। সেখানে কর্ণকে নায়িকা বলেছেন, ‘‘আমি ওর সম্পর্কে খুব বেশি কিছু জানতামও না। শুধু ওর নামটা শুনেছিলাম। কিন্তু যখন আমাদের দেখা হলো, ও আমার মন জিতে নিয়েছিল শুরুতেই।’’


মন্তব্য
জেলার খবর