চার সপ্তাহেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার হামলায় অসংখ্য মানুষ নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে অজানার পথে পাড়ি জমিয়েছেন অনেক মানুষ।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর এক মাস পর কত শরণার্থী নেবে তা জানালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৪ মার্চ) বাইডেন প্রশাসন ঘোষণা দিয়েছে, তারা সর্বোচ্চ এক লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিতে রাজি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর চলাকালে এ ঘোষণা দিলো ওয়াশিংটন।
বাইডেন প্রশাসন বলেছে, তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে আগ্রহী ইউক্রেনীয়দের জন্য শরণার্থী পুনর্বাসন কর্মসূচিসহ বৈধ সবধরনের উপায় ব্যবহার করবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। এছাড়া হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়াসহ রাশিয়াতেও লাখ লাখ ইউক্রেনীয় প্রবেশ করেছেন।