বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের ম্যাস অ্যাক্টিভ আল শাফী কোম্পানিতে নারী মানবসম্পদ কর্মকর্তা নেওয়া হবে। জর্ডানে থাকা ও খাওয়া ফ্রি। এছাড়া জর্ডানে যাওয়া-আসার বিমানভাড়াও কোম্পানি বহন করবে। এ পদে মোট তিনজন নেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছর।
চাকরির অন্যান্য শর্ত
আবেদনকারীকে ইংরেজি ও বাংলায় বলা এবং লেখায় পারদর্শী হতে হবে। হিন্দি ও শ্রীলঙ্কান ভাষায় কথা বলা জানতে হবে। কম্পিউটার চালনায় (মাইক্রোসফট এক্সেল/ওয়ার্ড এবং ই-মেইল) পারদর্শী হতে হবে। দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। চাকরির মেয়াদ ৩ বছর। জর্ডানে যাওয়া এবং চুক্তি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া কোম্পানি বহন করবে।
মাসিক বেতন ২৯,৩৮৫-৩৩,৩৯২ টাকা। জর্ডানে থাকা ও খাওয়া ফ্রি। এ ছাড়া বসবাসের জন্য আসবাবসহ কর্মস্থলে যাতায়াতের পরিবহন খরচও কোম্পানি বহন করবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই কপি জীবনবৃত্তান্ত, পাসপোর্টের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদসহ আবেদন করতে হবে। ১৩ সেপ্টেম্বর বেলা তিনটার মধ্যে বোয়েসেল অফিসের অভ্যর্থনা কক্ষে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য এই http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/9068289a_82dd_4e14_85ff_bea947385844/2022-09-04-04-05-f0e3a29be4843ae5065c0c1e035f1dc9.jpeg লিংক থেকে জানা যাবে।