ভোলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

০৮ সেপ্টেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মাওলানা আবুল খায়ের (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দলিল উদ্দিন খার বাজার সংলগ্ন এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

মাওলানা আবুল খায়ের বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ৪ নং ওয়ার্ডের উত্তর কোড়ালিয়া গ্রামের ফরাজী বাড়ির কারী মৃত সামছুল হকের ছেলে। সে মোসনের হাট মসজিদের ঈমাম ও বায়তুল ফালাহ মাদরাসার সহকারি শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওলানা আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। পথে  দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন , এ ঘটনায় ট্রাক্টরটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।  লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরিবারে সদস্যরা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর