রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশের মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে শুধু একজন বিশ্বস্ত বন্ধুকেই হারালাম না, একজন প্রকৃত অভিভাবককেও হারিয়েছি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
শোক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রার্থনা শোকাহত রাজ পরিবারের সদস্য এবং যুক্তরাজ্যের শোকাহত জনগণের সঙ্গে রয়েছে এবং আমরা মহামান্যের বিদেহী আত্মার চিরশান্তি ও পরিত্রাণের জন্য প্রার্থনা করছি।’
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, রানি ২৫০ কোটি কমনওয়েলথ জনগণের স্তম্ভ এবং শক্তির পাশাপাশি করুণা, মর্যাদা, প্রজ্ঞা এবং সেবার প্রতীক ছিলেন। বিশ্বের সমসাময়িক ইতিহাসে সবচেয়ে কিংবদন্তী এবং দীর্ঘতম রাজত্বকারী রাজা হিসেবে কর্তব্য, সেবা এবং ত্যাগের সর্বোচ্চ মান স্থাপন করেছেন। বিশ্বজুড়ে তাঁর অগণিত মানুষের কাছে উৎসর্গের একটি অতুলনীয় উত্তরাধিকার রেখে গেছেন। তিনি তার দেশের নাগরিকদের জন্য অনুপ্রেরণা, সাহস এবং শক্তির একটি দুর্দান্ত উৎস হয়ে থাকবেন। বাঙালি জনগণের বাড়িতে তার দু’টি ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে রানি সবচেয়ে আবেগপূর্ণ বার্তা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন শেখ হাসিনা। তার মৃত্যুজনিত ক্ষতি সহ্য করার জন্য রাজ পরিবারের সদস্য, যুক্তরাজ্যের জনগণ এবং কমনওয়েলথের সদস্যদের সাহস ও দৃঢ়তা দান করার জন্য প্রার্থনা করেছেন শেখ হাসিনা। প্রসঙ্গত, ৯৬ বয়সের রানি এলিজাবেথ দ্বিতীয় ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্কটল্যান্ডের বালমোরা ক্যাসেলে মারা যান।
এমকে