ভোলা প্রতিনিধি:
ভোলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফারদিন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন, আহত হয়েছে দু’জন। শুক্রবার সকাল এ দুর্ঘটনা ঘটে। ফারদিন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল, তার বাবা হোসেন একজন পুলিশ কর্মকতা।
ফারদিনের স্বজনরা বলেন, স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল ফারদিন। দুর্ঘটনার পরে আশংকাজনক অবস্থায় ভোলা হাসপাতাল থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মাদারিপুরের কাছাকাছি গেলে তার মৃত্যু হয়।
ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের ইনচার্জ মো. মামুন জানান, শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে ফারদিন, রোহানসহ তিনজন সড়ক দুর্ঘটনার রোগী আসে হাসপাতালে, প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কামরুজ্জামান শাহীন/এমকে