সূর্যে একের পর এক বিস্ফোরণ

১০ সেপ্টেম্বর ২০২২

গত কয়েক দিনে সূর্যের মধ্যে বিভিন্ন গ্যাসের ক্রিয়া-প্রতিক্রিয়া অনেক বেড়ে গিয়েছে। ধারাবাহিক ভাবে ছোট-বড় বিস্ফোরণ হচ্ছে নক্ষত্রের মধ্যে। সূর্যের বিস্ফোরণের সেই ধাক্কা সজোরে এসে লেগেছে শুক্র গ্রহে। এক সপ্তাহে এ নিয়ে দু’বার সূর্যের আগুনে আঁচে কার্যত ঝলসে গেল পৃথিবীর নিকটবর্তী এ গ্রহ।

 

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, ১ সেপ্টেম্বর শুক্র গ্রহের কক্ষপথে ঘূর্ণায়মান ইউরোপের একটি মহাকাশযান (অরবিটার) সূর্যের এ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর সরাসরি শুক্রেই ধাক্কা মারল সূর্যের আগুনের আঁচ। নাসার স্টিরিও-এ মহাকাশযানের ক্যামেরায় মহাজাগতিক সেই দৃশ্য ধরা পড়েছে।


মন্তব্য
জেলার খবর