বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন অক্ষয়

১০ সেপ্টেম্বর ২০২২

হালের বলিউডের ‘গুড বয়’ তকমা যদি কারও ক্ষেত্রে প্রযোজ্য হয়, তা নিঃসন্দেহে অক্ষয় কুমার। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন বলিউডের এ সুপারস্টার। বলতে গেলে তাকে ঘিরে বিতর্ক, গুঞ্জন শোনাই যায় না বলিপাড়ায়। অথচ এ অক্ষয়ই এক মন্তব্যে করে চর্চা বাড়িয়েছিলেন অতীতে।

 

বিয়ের আগে কি প্রেমিক-প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করা ঠিক? অক্ষয়কে এমনই প্রশ্ন করেছিলেন এক ভক্ত। প্রশ্ন শুনে অবশ্য ঘাবড়ে যাননি তিনি। কিংবা চমকেও যাননি। প্রশ্নও এড়াননি। ভক্তের প্রশ্নের জবাবে অক্ষয় বলেছিলেন, ‘‘হ্যাঁ, কেন নয়! যদি আপনি কারও ঘনিষ্ঠ হন, তাহলে এটা তো হতেই পারে। খুবই স্বাভাবিক। এতে কোনো অন্যায় নেই।’’ অক্ষয়ের এ মন্তব্য ঘিরে জোর চর্চা চলেছিল বি-টাউনে। সম্প্রতি সেই মন্তব্য ফের প্রকাশ্যে এলো।

 


মন্তব্য
জেলার খবর