দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভু। পরিচালক হরি হ্যারিসের ‘যশোদা’ সিনেমায় দেখা যাবে তাকে। শুক্রবার ‘যশোদা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। এতে দর্শকদের জন্য ভবিষ্যতে অনেক চমক অপেক্ষা করছে এমনই বার্তা দিলেন তিনি। সামান্থা এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন।
‘যশোদা’ মূলত একটি কল্পবিজ্ঞান ধর্মী থ্রিলার ছবি। সামান্থার চরিত্রটিকেও ট্রেলারে বেশ চমকপ্রদ বলে মনে হয়েছে দর্শকদের। যখন ‘যশোদা’র পোস্টার প্রকাশিত হয়েছিল, তখন এ ছবিতে চমক থাকবে, এমন কোনো দাবি করা হয়নি। তবুও জনসাধারণের মধ্যে ‘যশোদা’র পোস্টার নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু ট্রেলার প্রকাশিত হওয়ার পর দর্শকদের একটি বড় অংশ কার্যত বাক্রুদ্ধ।
ট্রেলারে দেখা যাচ্ছে, সামান্থাই সেখানে দর্শকের সবটুকু মনোযোগ কেড়ে নিচ্ছেন। অন্য কোনো চরিত্রকে এ ট্রেলারে দেখা যাচ্ছে না। তবুও ট্রেলার দেখে খুশি দর্শকরা। ট্রেলারে রহস্য-রোমাঞ্চের যাবতীয় উপাদান হাজির। ট্রেলারে বড় চমক এটাই যে, ছবিতে সামান্থাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে। সামান্থা অভিনীত চরিত্রটিকে কেউ বা কারা অপহরণ করবে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সামান্থা অভিনীত চরিত্রটিকে নানা ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যাবে এ সিনেমায়।