মিল্কভিটায় চাকরির সুযোগ

১০ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১টি ভিন্ন পদে মোট ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৪ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত।

 

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রাণী চিকিৎসক, উৎপাদন / সমিতি/ সিডিটি/ পুশ প্রজনন, তড়িৎ ও যান্ত্রিক, সিভিল, আর্কিটেকচার, পরিবহণ, সিএসই/ এমআইএস, বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন, মাননিয়ন্ত্রণ, নিরীক্ষা)

 

পদসংখ্যা: মোট ৬১ জন।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০/-টাকা।

 

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে (http://milkvita.teletalk.com.bd/home.php) এ ঠিকানায়।

 

 


মন্তব্য
জেলার খবর