সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানের বিপক্ষে বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ের ম্যাচ অধিনায়ক সাবিনা একাই করেছেন তিন গোল। বাকি তিনটি গোল এসেছে মনিকা, সিরাত জাহান স্বপ্না ও ঋতুপর্ণার পা থেকে।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিরাত জাহান স্বপ্না। এই গোলের পরপরই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের কাছে। বাকি সময় শুধু দাপটই দেখায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের প্রতিরোধ আর রুখতে পারেনি পাকিস্তানের মেয়েরা।
বিরতিতে যাওয়ার আগে জোড়া গোল করেন অধিনায়ক। এরপর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সাবিনা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দিকে ঋতুপর্ণা চাকমা জোরালো শটে স্কোরলাইন ৬-০ করলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।
ফুটবলে লম্বা সময় নিষিদ্ধ ছিল পাকিস্তান। চলতি এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরেছে তারা। ফেরার ম্যাচে প্রথমে ভারতের কাছে হারে। এবার হারল বাংলাদেশের কাছে।
এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার পথ অনেক সহজ হয়ে গেল বাংলাদেশের। আজ সন্ধ্যায় টুর্নামেন্টের পরের ম্যাচে ভারত মালদ্বীপকে হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। এরপর আগামী ১৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।