এশিয়া কাপে বিপক্ষে নাসিম শাহ’র অবিশ্বাস্য ব্যাটিংয়ে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পায় পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষে পাক পেসারের দুই ছক্কা হাঁকানো সেই ব্যাটটি নিলামে তোলা হয়েছে। ব্যাট বিক্রি থেকে যে অর্থ পাওয়া যাবে, তা খরচ করা হবে পাকিস্তানের বন্যাকবলিত মানুষদের জন্য।
৭ সেপ্টেম্বর, সুপার ফোরের ম্যাচে জয়ের জন্য ৬ বলে ১১ রান দরকার ছিল পাকিস্তানের। হাতে ছিল এক উইকেট। কঠিন সমীকরণ মেলাতে আফগান পেসার ফজল ফারুকির মুখোমুখি হন নাসিম শাহ। পুরোদস্তুর বোলার হওয়ায় তাকে নিয়ে প্রত্যাশার পারদটা ছিল তলানিতেই। তবে অকল্পনীয় কিছুই ঘটালেন নাসিম। ২০তম ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় এনে দিলেন দলকে। আর পাকিস্তান পৌঁছে যায় এশিয়া কাপের ফাইনালে।
শেষ ওভারে স্ট্রাইকে যাওয়ার আগে মোহাম্মদ হাসনাইনের ব্যাট চেয়ে নিয়েছিলেন নাসিম। সেই ব্যাটটি প্রিয় সতীর্থকে উপহার দিয়েছেন হাসনাইন। আর নাসিম সেটি নিলামে তোলার কথা জানিয়েছেন।
পাকিস্তান ক্রিকেটের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় হাসনাইন বলেন, ‘আপনারা সবাই তো জানেন, নাসিম কী দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের ম্যাচ জিতিয়েছে। (ব্যাট দেখিয়ে) এটাই সেই ব্যাট, যা দিয়ে নাসিম ছক্কা হাঁকিয়েছে। আমি এটা তাকে উপহার দিচ্ছি।’
উপহার পেয়ে হাসনাইনকে ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, ‘এ উপহারের জন্য ধন্যবাদ হাসনাইনকে। এ ব্যাটটি আমি নিলামে তুলবো। এর থেকে প্রাপ্ত অর্থ আমি পাকিস্তানের বন্যার্তদের জন্য খরচ করব।’