গুমের তালিকার ৩৫ জনকে খুঁজছে সরকার

১০ সেপ্টেম্বর ২০২২

জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের তালিকায় থাকা বাংলাদেশ থেকে গুম হওয়া ৩৫ জনকে খুঁজছে পুলিশ।  বিভিন্ন ধ্বংসাত্মক কাজ, মানুষ হত্যা, সম্পদ পুড়িয়ে দেওয়ার জন্য তাদের খোঁজা হচ্ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় জাদুঘরের এক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যে এমন তথ্য জানা গেছে।

জাতিসংঘের এ ওয়ার্কিং গ্রুপ সরকারের কাছে এ তালিকা দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ তালিকায় ৭৬ জনের নাম ছিল, যারা বিভিন্ন সময় গুমের শিকার হয়। এর মধ্যে বিএনপির ১০ নেতাকর্মী আছেন, তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। একজন আছে জেলে।

এমকে


মন্তব্য
জেলার খবর