আবার আসলে আন্তর্জাতিক ফোরামে জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশের সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গোলা ও গুলি আসায় ঘটনায় রাষ্ট্রীয়ভাবে সব পর্যায়ে প্রতিবাদ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, আমরা মিয়ানমারকে প্রথমে ডেকে বলেছি। এরপর যদি (গুলি) আসে, বিষয়টি আন্তর্জাতিক ফোরামে জানানো হবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিকদে প্রশ্নের জবাবে এ কথা বলেন। রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরে এক সেমিনার শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা মনে করি শিগগির তারা সংযত হবে। তাদের গোলাগুলি যেন এদিকে না আসে, সেদিকে খেয়াল রাখতে বলেছি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আরাকান আর্মি ও মিয়ানমার নিরাপত্তাবাহিনীর মধ্যে তুমুল গুলিবর্ষণ ও সংঘর্ষ চলছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর