শেয়ারদরের সঙ্গে কমেছে লেনদেন

২৫ মার্চ ২০২২

বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে। একই ধরণের চিত্র দেখা গেছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেলেও সিএসইতে উত্থান হয়েছে।

ডিএসইতে সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫২ দশমিক ৮৭ পয়েন্টে, ডিএসইএস  শূন্য দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫৬ দশমিক ৮১ ও ডিএস৩০ সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট কমে দুই হাজার ৪৬৬ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে।

লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৭১টির এবং বাকি ৬৫টির অপরিবর্তিত ছিল। লেনদেন কমেছে ৩৩ কোটি ৬০ লাখ টাকা, লেনদেন হয় ৮২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৬৩ কোটি ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড শীর্ষে ওঠে আসে, ১০১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৭১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৯৩ দশমিক ৬৭ পয়েন্টে এবং সিএএসপিআই ২২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮২৪ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। ২৮৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৬৫টির এবং ৪৪টির দর অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ২০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৮৪ লাখ টাকার।

এমআই


মন্তব্য
জেলার খবর