মন্তব্য
চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে বজ্রাঘাতে ফুলমালা নামের এক বিধবা মারা গেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হরিপুর ইউনিয়নের ঝাকড়া পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চাশোর্ধ্ব বয়সের ফুলমালা ওই গ্রামের মৃত জামাত আলীর মেয়ে।
এলাকাবাসীর তথ্যে, নিজেদের বাড়ির পাশে থাকা একটা জলাশয়ে গোসল করছিলেন ফুলমালা। এ সময় বজ্রপাত হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাজে ব্যস্ত থাকায় গোসল করতে এদিনে দেরি হয়েছিল তার। এলাকাবাসী আরো জানান, দীর্ঘদিন আগে তার স্বামী মারা যায়। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতেন তিনি।
এমকে