চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
স্কুলে যাতায়াতের সময় ভাতিজিকে উত্যক্ত করার জন্য শাসানোয় ভুক্তভোগীর চাচাকে বেদম মারপিট করেছে নামীয় দুই যুবকসহ কয়েকজন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে পাবনার চাটমোহরের হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। এদিকে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মারপিটে জড়িতদের গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের বাড়ি আগশোয়াইল গ্রামে, পাশ্ববর্তী একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সে। নামীয় অভিযুক্তরা হচ্ছে- উপজেলার শ্রীধরপুর গ্রামের আলামিন ও তার বন্ধু একই গ্রামের হৃদয়।
এলাকাবাসী জানায়, শ্রীধরপুর গ্রামে ভুক্তভোগীর চাচাকে মারপিট করা হয়। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সটকে পড়ে বখাটেরা। ঘটনার আগে সেখানে গিয়েছিলেন তিনি। শাসানোর ঘটনা ঘটে কয়েকদিন আগে। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোবাইল ফোনের সংযোগ কেটে দেওয়ায় এ ঘটনায় ওসির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমকে