পথরোধ করে ছুরিকাঘাত, দুধ বিক্রেতার মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

স্থানীয় হাট থেকে ফেরার সময় পথরোধ করে এক দুধ বিক্রেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ভুক্তভোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুধ বিক্রি করতে হাটে গিয়েছিলেন তিনি। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল স্লুইস গেট এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে যে ছুরিকাঘাত করেছে, ঘটনাস্থল থেকে যাওয়ার সময় তাকে ধাওয়া দিয়ে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। কেন সে এ ঘটনা ঘটিয়েছে, সেটা দায়িত্বশীল কারো তরফ থেকে সাংবাদিকদের নিশ্চিত করা হয়নি।

ওই দুধ বিক্রেতার নাম হাফিজ উদ্দিন (২৫), তিনি উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। আটক ব্যক্তি হচ্ছে একই ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে রমজান আলী।

সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন স্থানীয় সাংবাদিকদের বলেছেন, পুলিশ লাশ উদ্ধার ও অভিযুক্তকে আটক করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর