মণ্ডপে সিসি ক্যামেরা-স্বেচ্ছাসেবক টিম রাখতে হবে

১১ সেপ্টেম্বর ২০২২

এবার দুর্গাপূজায় নাশকতা এড়াতে প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মণ্ডপগুলোতে একটি করে স্বেচ্ছাসেবক টিম রাখতে হবে। আর আযানের সময়গুলোতে মসজিদসংলগ্ন মন্দিরে শব্দযন্ত্র সীমিত রাখতে হবে। দুর্গাপূজা উপলক্ষে রোববার (১১ সেপ্টেম্বর)  আইনশৃঙ্খলা সংক্রান্ত  এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে দেশে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ পূজা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এবার  সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজা মণ্ডপে পূজা হবে। এ সংখ্যা আর যেন না বাড়ে, সে জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রী কামাল আরও বলেন, প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তাবাহিনী কর্মী নিয়োজিত থাকবে। শিশু ও নারীদের নিরাপত্তা ও ইভটিজিং বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ কল করা যাবে। পুলিশ সদর দফতর ও জেলা পুলিশের কন্ট্রোল রুম থাকবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোর মনিটরিং করা হবে। পূজাকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশংকা নেই। কন্ট্রোল রুম বা ৯৯৯ এ যে কোনো তথ্য জানাতে পারবেন সবাই। মণ্ডপে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেও স্বরাষ্ট্রমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর