শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহবান মির্জা ফখরুলের

১১ সেপ্টেম্বর ২০২২

দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন, জনগণকে প্রতিপক্ষ বানাবেন না। জনগণ থেকেই এসেছেন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন চলে; সংসার চলে আপনাদের। তাই জনগণকে সন্মান করুন। রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার উত্তরায় এক সমাবেশে এ সব কথা বলেন।

দেশে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে উত্তরার পওয়েল কনভেনশন সড়কে এ  সমাবেশের আয়োজন করে  বিএনপি মহানগর উত্তর-পূর্ব জোন।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, বেআইনি নির্দেশ নিয়ে কথায় কথায় গুলি করবেন না। র‌্যাবের ওপরে স্যাংশন এসেছে। একইভাবে যে কোনও বাহিনীর ওপরেও স্যাংশন আসতে পারে- যদি আইন না মেনে মানবাধিকার লঙ্ঘন করতে থাকে। সারা দেশে নিত্যপ্রয়োজনীয় চাল-ডাল-লবণ-তেলে, পেট্রোল-ডিজেল-কেরোসিন আর সারের দাম কমানোর জন্য  বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

এমকে

 


মন্তব্য
জেলার খবর