মন্তব্য
বিএনপির পাবনার চাটমোহর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে বিলুপ্তের এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটি ১২ সেপ্টম্বর থেকে কার্যকর হবে। সভাটি হয় গত ৯ সেপ্টেম্বর। এদিকে চাটমোহর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়ারুল হক সিন্টু বলছেন, খুব শিগগিরই নতুন আহবায়ক কমিটি গঠন হবে।
এমকে