প্রয়োজন পর্যন্ত চলবে টিসিবি ও ওএমএস’র কার্যক্রম

১২ সেপ্টেম্বর ২০২২

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তখন টিসিবি ও ওএমএস’র মাধ্যমে খাদ্য সহায়তা নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এর প্রভাবে বাজারে কমতে শুরু করেছে মোটাসহ সব ধরণের চালের দাম। প্রশ্ন দেখা দিয়েছে, কতদিন চলবে সরকারের এ সহায়তা?

রোববার (১১ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন- যতদিন প্রয়োজন হবে, ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের কোনও মানুষ যেন অনাহারে না থাকে, সে জন্য টিসিবি ও ওএমএস এর মাধ্যমে সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।

রংপুর নগরীর কেরানীপাড়ায় চলতি মাসের টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্যমন্ত্রী। টিসিবি ও ওএমএস’র কার্যক্রম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, দেশের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে টিসিবি। পারিবারিক কার্ডের মাধ্যমে পণ্য কিনে উপকৃত হচ্ছেন প্রায় ৫ কোটি মানুষ। প্রতি মাসেই এ সব পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করবে টিসিবি। পাশাপাশি ওমমএস এর মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।  

টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিটি কার্ডের অনুকূলে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি বিক্রি করছে টিসিবে। এ প্যাকেজ কিনতে সুফল ভোগীর খরচ হচ্ছে ৪০৫ টাকা। পণ্য ভিত্তিক সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকা দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ঢাকার প্রায় ৩০০ ডিলার এবং দেশের অন্যত্র প্রায় ৩ হাজার ৫০০ ডিলারের মাধ্যমে মাসব্যাপী এ বিক্রয় কার্যক্রম চলছে।

এমকে


মন্তব্য
জেলার খবর