আজ ২৫ মার্চ, ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে ১৯৭১ সালের আজকের রাতে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নিরপরাধ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীন বাংলাদেশে ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে এ দিন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে ছাড়াও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করছে। শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে এক মিনিট প্রতীকী ‘ব্লাকআউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এ রাতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব ভবন ও স্থাপনাগুলোতে কোনও আলোকসজ্জা করা যাবে না।
এমকে