বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে প্রায় সারা দেশে বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে। এদিকে একই কারণে উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, অন্তত ১৫ জেলা ১ থেকে ২ ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলা পটুয়াখালীতে, ৭১ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় যে গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হয়েছিল তা অব্যাহত রয়েছে। এ কারণে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মেঘলা আবহাওয়ার মাঝেও দেশে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে শ্রীমঙ্গলে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এমকে