গণতন্ত্রের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

২৫ মার্চ ২০২২

দেশে গণতন্ত্রের বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, এটাকে বলা হয়- বার্জিং মানে রাজনীতিকে নির্মূল করে দেওয়া। বিএনপিকে নির্মূল করে দেওয়ার চক্রান্ত-ষড়যন্ত্র করছে বর্তমান সরকার। শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন।

হালকা করে হলেও মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগের একটা কেমিস্ট্রি আছে, মানে রসায়ন। রসায়নটা হচ্ছে ফার্সিদের বলা হয় ‘আনচু ডিজাবেস্ট’। অর্থাৎ আমি ছাড়া আর কেউ নেই, এক মেগো অদ্বিতীয়া।  এটাই তাদের সমস্যা ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালনকারীদের সামনে আনা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেছেন, সরকার কতগুলো প্রোগ্রামে স্বাধীনতা যুদ্ধ-মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে এসেছে। মুক্তিযুদ্ধে যারা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন- প্রবাসী সরকার, এমএজি ওসমানি সাহেব, সেক্টার কমান্ডার, তাজউদ্দিন সাহেবের (তাজউদ্দিন আহমেদ) নাম ক’বার উচ্চারণ করা হয়েছে? এখানে একজন ব্যক্তির ব্যাপারটা এসে যাচ্ছে সামনে। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র নেই। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সারা বিশ্বে চিহ্নিত হয়েছি মানবাধিকার লঙ্ঘনকারী একটা দেশ হিসেবে।

এমকে


মন্তব্য
জেলার খবর