মিয়ানমার থেকে বিতাড়িত সে দেশের ১২ লাখ নাগরিকের দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাসহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে না পারলে দেশ অনিরাপদ হয়ে উঠবে। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মি’স ম্যানেজমেন্ট সেমিনারে (আইপিএএমএস) বিষয়টি নিয়ে কথা বলেন সরকার প্রধান।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সেমিনার হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনথেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত ছিলেন ।
শেখ হাসিনা বলেন, তার সরকার শান্তি ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। শান্তিরক্ষা আমাদের সাংবিধানিক অঙ্গীকার। তাই সরকার রোহিঙ্গাদের ফেরৎ পাঠাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মিয়ানমারকে অনুরোধ করছি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে।
বর্তমান বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং ইস্যু উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারপরও বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই কাজ করতে চায় বাংলাদেশ। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এ নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। একটি বহুজাতিক প্ল্যাটফর্ম হিসেবে আইপিএএমএস বন্ধুত্ব এবং উষ্ণতার অনুভূতি তৈরি করতে পারে। এতে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করবে।
এমকে